তোমায় নিয়ে লিখতে বসা কি যে কঠিন কাজ,
মগজ জুড়ে তুর্কি নাচন, কপাল-জোড়া ভাঁজ!
তুমিই আমার কল্পনা
তুমিই আমার জল্পনা
শব্দ দিয়ে কেমন করে বানাই আমার তাজ?
চুলের গোছা মারছে উঁকি- দেখবে বলে মুখ,
গোল্লা চোখে তিরছি নজর ঠোঁট বেঁকানো লুক!
তুমিই আমার কারেনিনা
তুমিই আমার ক্যাটরিনা
মুখোমুখি বসতে গেলেই কাঁপে আমার বুক!
ওয়ালপেপার পাশ-বালিশে তুমিই ছেয়ে আছো-
কাজ থাকলেও মাঝে মাঝেই মাথায় বসে নাচো।
তুমিই আমার মমতা
তুমিই আমার ক্ষমতা
তবুও আমার ঘাড়ে ব্যথা, নই তো তেমন মাচো!
মগজ জুড়ে তুর্কি নাচন, কপাল-জোড়া ভাঁজ!
তুমিই আমার কল্পনা
তুমিই আমার জল্পনা
শব্দ দিয়ে কেমন করে বানাই আমার তাজ?
চুলের গোছা মারছে উঁকি- দেখবে বলে মুখ,
গোল্লা চোখে তিরছি নজর ঠোঁট বেঁকানো লুক!
তুমিই আমার কারেনিনা
তুমিই আমার ক্যাটরিনা
মুখোমুখি বসতে গেলেই কাঁপে আমার বুক!
ওয়ালপেপার পাশ-বালিশে তুমিই ছেয়ে আছো-
কাজ থাকলেও মাঝে মাঝেই মাথায় বসে নাচো।
তুমিই আমার মমতা
তুমিই আমার ক্ষমতা
তবুও আমার ঘাড়ে ব্যথা, নই তো তেমন মাচো!