Thursday 26 February, 2009

জবানবন্দি

সেদিন...
উড়তে গেলাম। ডানা ছিল না।
পাখিরাও তাই দলে নিল না!
তারপরেতে?
আমায় হঠাৎ একলা ফেলে
নীল আকাশে দু'হাত মেলে-
পালিয়ে গেল!

Saturday 14 February, 2009

যৌথ


অনেক না-বলা অক্ষর লেখা ছিল-
হয়তো তার কিছুটা অশ্লীলও।
অনেক রাতের মত
সে রাতেও চোখে ঘুম সয়নি।
সময় তারিখ লেখা হয়নি।
শুধু মনে আছে সেই রাতে,
হেঁটেছিলাম একসাথে!
আকাশ জুড়ে হলুদ রঙের চাঁদ,
মনের মধ্যে অসময়-কোকিল
যাতে কিছুতেই কাব্য করার ছলে
বলতে না পারি, 'স্বপ্নের রঙ নীল'!

লেখা কি ছিল কিছু? নাকি মনের ভুল?
বাতাসে তোমার মেঘনারঙা চুল...
এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ!
যতই আঘাত আসে তবু দিই না রণে ভঙ্গ।
ইচ্ছে ছিল দেবো সবই,
না না শুনি যত, ইচ্ছেটা যে ততই বাড়ে
দাঁড়ায় এসে সারে সারে মনের কিনারায়।
কিন্তু আমি বাক্যবাঁধা,
তাই তো আমার হাসা-কাঁদা
ঘোরে-ফেরে তোমার ঠিকানায়।

Monday 9 February, 2009

'কাল'বেলা

"শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,
শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা।।"
স্বপ্ন দিয়ে গড়ি তোমায়,
তুমি স্বপ্নে দেখা কন্যে
কমলারঙা এক সন্ধ্যে
পেলাম তোমার জন্যে।
হলদে আলোর লালচে আভা আগুন ধরায় মনটায়
তারই ছোঁয়ায় মুক্তো জমে তোমার চোখের কোণটায়!
ওমনি হঠাৎ কেমন করে
সেই কমলারঙের সাঁঝে
ভারী ব্যাপক বৃষ্টি নামে
আমার বুকের মাঝে।


"শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া,
শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া।।"
তোমার আমার এই যে খেলা
এর নেই কো কোনো শেষ!
তোমারও কি এমনটা
ভাবতে লাগে বেশ?
কান্না-হাসি আঁকতে থাকে সুখ-দুঃখের আঁকা,
তবুও আমার একলাবেলায় বুকটা লাগে ফাঁকা।