Monday, 9 February 2009

'কাল'বেলা

"শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,
শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা।।"
স্বপ্ন দিয়ে গড়ি তোমায়,
তুমি স্বপ্নে দেখা কন্যে
কমলারঙা এক সন্ধ্যে
পেলাম তোমার জন্যে।
হলদে আলোর লালচে আভা আগুন ধরায় মনটায়
তারই ছোঁয়ায় মুক্তো জমে তোমার চোখের কোণটায়!
ওমনি হঠাৎ কেমন করে
সেই কমলারঙের সাঁঝে
ভারী ব্যাপক বৃষ্টি নামে
আমার বুকের মাঝে।


"শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া,
শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া।।"
তোমার আমার এই যে খেলা
এর নেই কো কোনো শেষ!
তোমারও কি এমনটা
ভাবতে লাগে বেশ?
কান্না-হাসি আঁকতে থাকে সুখ-দুঃখের আঁকা,
তবুও আমার একলাবেলায় বুকটা লাগে ফাঁকা।


2 জনের কথা:

phenomenal woman said...

কে সেই সুন্দর কে?
:)

তবে রবীন্দ্রনাথের সঙ্গে অন্য কিছু ঠিক খাপ খায়না। পরেরবার থেকে খেয়াল রাখবেন। ওটা একাই সুন্দর। সম্পূর্ণ। নিজের কথা লেখা তা বলে থামাবেন না।

Nachiketa said...

তুই আবার আপনি শুরু করলি কবে থেকে? চাঁটি খাবি? :x

Post a Comment