Sunday, 8 March 2009

অবোধ আদম

ঈশ্বরকে ঈভ:

আমিই প্রথম
জেনেছিলাম উত্থান যা
তারই ওপিঠ অধঃপতন !
আলোও যেমন কালোও তেমন
তোমার সৃজন জেনেছিলাম
আমিই প্রথম
তোমায় মানা বা না মানার
সমান ওজন জেনেছিলাম
আমিই প্রথম
জ্ঞানবৃক্ষ ছুঁয়েছিলাম
আমিই প্রথম
লাল আপেলে পয়লা কামড়
দিয়েছিলাম প্রথম আমিই
আমিই প্রথম

আমিই প্রথম
ডুমুর পাতায় লজ্জা এবং নিলাজতায়
আকাশ পাতাল তফাৎ করে
দেওয়াল তুলে দিয়েছিলাম
আমিই প্রথম

আমিই প্রথম
নর্ম সুখের দেহের বোঁটায়
দুঃখ ছেনে অশ্রু ছেনে,
তোমার পুতুল বানানো যায়
জেনেছিলাম হেসে কেঁদে
তোমার মুখই শিশুর মুখে দেখেছিলাম
আমিই প্রথম

আমিই প্রথম
বুঝেছিলাম দুঃখে সুখে পুণ্য পাপে
জীবন যাপন অসাধারণ!
কেবল সুখের শৌখিনতার সোনার শিকল
আমিই প্রথম ভেঙেছিলাম
হইনি তোমার হাতের সুতোয়
নাচের পুতুল যেমন ছিল
অধম আদম

আমিই প্রথম
বিদ্রোহিনী, তোমার ধরায়-
আমিই প্রথম

প্রিয় আমার
হে ক্রীতদাস,
আমিই প্রথম
ব্রাত্যনারী, স্বর্গচ্যুত, নির্বাসিত;
জেনেছিলাম স্বর্গেতর-
স্বর্গেতর মানব জীবন
জেনেছিলাম আমিই প্রথম


ফুটনোট : আজ কিছু একটা লেখার ইচ্ছে হচ্ছিল কিন্তু ' সময় পাইনি' অজুহাতটা বাদ দিয়ে বলতে গেলে শেষপর্যন্ত গুছিয়ে ওঠা হল না তাই কবিতা সিংহের এই কবিতাটাই ছেপে দিলাম...

4 জনের কথা:

phenomenal woman said...

হৃদয় অবাধ্য মেয়ে
ওকে কোন-ও পড়া বুঝিও না
বইখাতা ছিঁড়ে একশা, থুতু দিয়ে ঘষে
মুছে ফেলছে গাঢ় বিধিলিপি।
নীল ব্যাকরণের পাতায়
লিখে রাখছে ছেলেদের নাম...
এমনকি, ছবিও!

হৃদয় অবাধ্য মেয়ে
তাকে কি শাস্তি দেবে, দিও

:)
tor foot-note ta nitantoi oproyojonio. ato obvious katha bolte nei. tate tar maan khowa jay.

Nachiketa said...

Foot-note take ek rokomer kritoggota swikar bolte paris. Ota korar jonyei oto kotha lekha.

Nachiketa said...

Thik korlam, ebar theke ar sob bole debo na. Tahole bodhoy jinishta beshi pyanchalo hoye jay.
:)

phenomenal woman said...

Beshi pyanchalo na... beshi gyan-mulok hoye jay. onekta Delhi 6-er kala-bandar er moto!
:P
Ambiguity is the essence of poetry. Ekta ortho specify kore dewa mane pathok-er drishti-bhongi ke dictate kora. Seta korar khub ekta dorkar achhe bole mone hoyna.

Post a Comment