Friday 6 November, 2009

লিমেরিক

তোমায় নিয়ে লিখতে বসা কি যে কঠিন কাজ,
মগজ জুড়ে তুর্কি নাচন, কপাল-জোড়া ভাঁজ!
তুমিই আমার কল্পনা
তুমিই আমার জল্পনা
শব্দ দিয়ে কেমন করে বানাই আমার তাজ?


চুলের গোছা মারছে উঁকি- দেখবে বলে মুখ,
গোল্লা চোখে তিরছি নজর ঠোঁট বেঁকানো লুক!
তুমিই আমার কারেনিনা
তুমিই আমার ক্যাটরিনা
মুখোমুখি বসতে গেলেই কাঁপে আমার বুক!


ওয়ালপেপার পাশ-বালিশে তুমিই ছেয়ে আছো-
কাজ থাকলেও মাঝে মাঝেই মাথায় বসে নাচো।
তুমিই আমার মমতা
তুমিই আমার ক্ষমতা
তবুও আমার ঘাড়ে ব্যথা, নই তো তেমন মাচো!

5 জনের কথা:

coffeehouseraddablog said...

আপনার ব্লগ দেখলাম। আপনি কফি হাউসের আড্ডায় বাংলা ব্লগ লিখতে পারেন। আসুন coffeehouseradda.com । এটা একটা কমিউনিটি ব্লগ, অনেকে লেখেন।

Nityanand Gayen said...

darun

Malay Roy Choudhury said...

বেশ ভালো হয়েছে লিমেরিকগুলো । কিন্তু ২০০৯এর পর আর পোস্ট নেই কেন?
শুভেচ্ছাসহ
মলয় রায়চোধুরী

Anonymous said...

Hey Nachiketa Das, Long time, how you been? IndiBlogger is coming back to Kolkata, our favorite city after very long time. Its been 2 years. And we cant wait to see you thereDid you sign up for Kolkata IndiBlogger Meet If you haven't already, do sign up today, Only 200 seats available. Entry is free with loads of fun. Cheers,
Vineet
IndiBlogger Team

phenomenal woman said...

onek onek din pore tor blog e elam. khub nostalgic lagchhe :) :)

Post a Comment