জানি না কি লিখতে চলেছি। সকালে উঠে ক্লাসে যাওয়া, ফিরে এসে চান করে খাওয়া, আবার ক্লাসে ছোটা, ফিরে একটু বসতে না বসতেই ডিনারের সময় হয়ে যাওয়া... তারপরে পড়ব না কি করব ঠিক করতে করতেই আবার বাধ্যতামূলক শুয়ে পড়া। কিরকম একটা ধরাবাঁধা ছকের মধ্যে জীবনটা আটকে গেছে! আর এই ছক জিনিসটাকেই এড়িয়ে যেতে চেয়েছি সবসময়। যতই চেষ্টা করি ছাড়াতে ততই আরো জড়িয়ে যাই। রুমমেটের ল্যাপটপে অমিতাভ বচ্চন একটা বারের মধ্যে কয়েকটা লোককে বেধড়ক পিটিয়ে যাচ্ছে। সেটা দেখতে দেখতেই মনে পড়ল এক সপ্তাহের ওপর হয়ে গেল আমি কোনো সিনেমা দেখিনি!
Matlab, simulation, BJT, MOS... এইসবের ফাঁকে কোন দিক দিয়ে নতুন আরেকটা বছর চলে এলো! এমনভাবে এল যে আর পাঁচটা দিনের থেকে ওই দিনটাকে এবারেও আলাদা করতে পারলাম না। আর এতটাই নিষ্ক্রিয় লাগছে যে বছরের প্রথম লেখাটাই এরকম অবসন্ন, বিষণ্ণ হয়ে গেল। একটা কাজের কথা মনে পড়েছে! একটা ফোন করতে হবে। ভালোই হল এটাকে কোনো একটা বাহানায় শেষ তো করা যাচ্ছে।
Matlab, simulation, BJT, MOS... এইসবের ফাঁকে কোন দিক দিয়ে নতুন আরেকটা বছর চলে এলো! এমনভাবে এল যে আর পাঁচটা দিনের থেকে ওই দিনটাকে এবারেও আলাদা করতে পারলাম না। আর এতটাই নিষ্ক্রিয় লাগছে যে বছরের প্রথম লেখাটাই এরকম অবসন্ন, বিষণ্ণ হয়ে গেল। একটা কাজের কথা মনে পড়েছে! একটা ফোন করতে হবে। ভালোই হল এটাকে কোনো একটা বাহানায় শেষ তো করা যাচ্ছে।
1 জনের কথা:
chhut-te thak!!
chhute jabar line-e boro bhir, dhakka samle chhut-te parai boro.
jit-te para akash-chhnowa.
palano tai sobcheye soja
sobcheye moja
sobcheye bhalo banchar upay!!
tobuo kothay atke gechhi...
chhnitke gechhi jibon theke.
aye chhute jai indur-dour,
kaaj nei r swopno dekhe.
shuru na hok, shesh to hoto...
tao holo na, tao holo na,
tao hobe na konodino...
obosader gaan beje jay moner taare
ghanor-ghanor taal-betaale
notun nei r...
notun kalo.
alo khunji shesher dike... kothay alo?
Post a Comment